নাচোলের চার ইউনিয়নেই নৌকার ভরাডুবি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলের চার ইউনিয়ন পরিষদ নির্বাচনেই ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীদের ভরাডুবি হয়েছে। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে তিনজন বিএনপির। অপরজন জামায়াতের।
উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকর্তা রোকাব আলী রবিবার রাত ৮টার দিকে চার ইউনিয়নে বেসরকারিভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করেন।
নির্বাচিতরা হলেন- ১নং কসবা ইউনিয়নে বিএনপির স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া আল মেহরাব, ২নং ফতেপুর ইউনিয়নে সাদির আহম্মেদ ভুলু, ৩নং নাচোল ইউনিয়নে সফিকুল ইসলাম এবং ৪নং নেজামপুর ইউনিয়নে জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক।
আরপি/এসআর-০৫
বিষয়: ইউনিয়ন পরিষদ নির্বাচন নাচোল
আপনার মূল্যবান মতামত দিন: