রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


গুরুদাসপুরে আ’লীগের চেয়ারম্যান প্রার্থীদের মাঝে মনোনয়ন বিতরণ


প্রকাশিত:
৭ ডিসেম্বর ২০২১ ১০:১৪

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১২:০৫

ছবি: মনোনয়ন বিতরণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গুরুদাসপুর উপজেলার ৬টি ইউনিয়নের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মনোনিত হওয়া চেয়ারম্যান প্রার্থীদের মনোয়ন পত্র বিতরণ করা হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারী অনার্স কলেজ মাঠে গুরুদাসপুর উপজেলা আ-লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল সহযোগি সংগঠনের আয়োজনে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ধারাবারিষা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মনোনয়ন পত্র তুলে দেন নাটোর জেলা আ-লীগের সভাপতি স্থানীয় সাংসদ আলহাজ্ব অধ্যাপক মো.আব্দুল কুদ্দুস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো.আলাল শেখ, পৌর আ-লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিপ্লব, জেলা আ-লীগের সদস্য রহিম মোল্লা, রবিউল ফকির, পৌর আ-লীগের সহ-সভাপতি রাজ কুমার কাশি, পৌর আ-লীগের যুগ্ন সাধারণ সম্পাদক রেজাউল করিম সবুজ। এছাড়াও উপস্থিত ছিলেন আ-লীগ নেতা মান্নান খলিফা, মাসুদ সরকার, উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিয়ার রহমান বাধন, সাধারণ সম্পাদক সুবাশিষ কবির, বেলায়েত পারভেজ, রুবেল সরকারসহ আরো অনেকে।

প্রধান অতিথির হাত থেকে বাংলাদেশ আ-লীগের দলীন মনোনয়ন পত্র নেন নাজিরপুর ইউনিয়নের শরিফুল ইসলাম, বিয়াঘাট ইউনিয়নের প্রভাষক মোজাম্মেল হক, খুবজীপুরের মনিরুল ইসলাম দোলন, মশিন্দা ইউনিয়নের প্রভাষক মোস্তাফিজুর রহমান, ধারাবারিষা ইউনিয়নের আব্দুল মতিন ও চাপিলা ইউনিয়নের আলাল উদ্দিন ভুট্টু।

 

 

 

আরপি/এসআর-১০



আপনার মূল্যবান মতামত দিন:

Top