রাজশাহী সোমবার, ৯ই ডিসেম্বর ২০২৪, ২৬শে অগ্রহায়ণ ১৪৩১


রোববার প্রধানমন্ত্রীকে চিঠি দেবে বিএনপি


প্রকাশিত:
১৭ নভেম্বর ২০১৯ ২১:০২

আপডেট:
৯ ডিসেম্বর ২০২৪ ১৬:২৩

বিএনপির লোগো

ভারতের সঙ্গে সদ্যসমাপ্ত চুক্তির বিষয়ে তথ্য চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেবে বিএনপি। রোববার (১৭ নভেম্বর) বেলা ১১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে চিঠি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবেন দলটির দুই যুগ্ম মহাসচিব।


শনিবার (১৬ নভেম্বর) রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য জানান।

শায়রুল বলেন, রোববার বেলা ১১টায় গুলশান চেয়ারপারসনের অফিস থেকে বিএনপির চিঠি নিয়ে প্রধানমন্ত্রীর অফিসে যাবেন যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও খায়রুল কবির খোকন।

এর আগে শনিবার সন্ধ্যায় বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বলেন, সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছি, প্রধানমন্ত্রী ভারতে গিয়ে যেসব চুক্তি করেছেন, তা জনসমক্ষে প্রকাশ করার জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি দেব। আমরা আশা করছি কাল/পরশুর মধ্যেই প্রধানমন্ত্রীর অফিসে চিঠিটি পৌঁছানোর ব্যবস্থা করব।

ফখরুল বলেন, চুক্তির বিষয়ে তথ্য সরবরাহের জন্য সংশ্লিষ্ট তথ্য প্রদানকারী কর্তৃপক্ষকেও আমরা চিঠি দেব। সেটা যথা সময়ে তাদের কাছে পৌঁছাবে।

 

আরপি/এমএইচ


বিষয়: বিএনপি


আপনার মূল্যবান মতামত দিন:

Top