রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


মেয়র আব্বাসের অপসারণে ১২ কাউন্সিলরের অনাস্থা


প্রকাশিত:
২৬ নভেম্বর ২০২১ ২২:০৬

আপডেট:
২৬ নভেম্বর ২০২১ ২২:১৩

ফাইল ছবি

জাতির পিতা বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি ও বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ প্রতিহতের ঘোষণা দেয়ায় রাজশাহীর পবা উপজেলার কাটাখালী পৌরসভার দুইবারের নির্বাচিত মেয়র আব্বাস আলীর অপসারণে অনাস্থা আনলেন কাউন্সিলররা। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসভা ভবনের সভা কক্ষে কাউন্সিলরদের জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় আব্বাস আলীকে মেয়র পদ থেকে অপসারণের জন্য অনাস্থা প্রস্তাব আনেন নারী কাউন্সিলর হোসনে আরা। পরে সর্বসম্মতিক্রমে অনাস্থা প্রস্তাব পাস হয়।

৮নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মজিদ জানান, কাউন্সিলরদের জরুরী সভায় সর্বসম্মতিক্রমে মেয়র অপসারণে অনাস্থা প্রস্তাব গৃহীত হয়। এর পর মেয়র আব্বাসকে অপসারণের জন্য জেলা প্রশাসক বরাবর লেখা অনাস্থা প্রস্তাবের আবেদনে ১২ জন কাউন্সিলর স্বাক্ষর করেন। এর পর রাত সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের বাসভবনে গিয়ে আবেদন জমা দেয়া হয়। এ সময় ১০ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। অসুস্থ্য থাকার কারণে দুইজন আসেননি বলে জানান তিনি।

এর আগে বিকেলে রাজশাহীর পবা উপজেলার কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল হয়েছে। পৌরসভার শতশত নারী পুরুষ ঝাড়ু হাতে এই মিছিলে অংশ নেন। মিছিল শেষে বিক্ষোভ সমাবেশ মেয়রের পদ থেকে তাকে অপসারণসহ দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানানো হয়।

জাতির পিতা বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি ও বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ প্রতিহতের ঘোষণা দেয়ায় কাটাখালী পৌরবাসী ব্যানারে এ ঝাড়ু মিছিলের আয়োজন করা হয়। শেষে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন পৌরসভা যুবলীগের আহ্বায়ক জনি ইসলাম।

সমাবেশে বক্তব্য রাখেন, পবা উপজেলা আওয়ামী লীগে যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু সামা, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জহুরুল হক, সাবেক কাউন্সিলর মোতালেব মোল্লা, কাউন্সিল মাসুদ রানা, কাটাখালি পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম রিপন, কাটাখালি পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক শরীয়তউল্লাহ সৈকত।

বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাটাখালী পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মনজুর রহমান, ৫নং ওয়ার্ড কাউন্সিলর বোরহান উদ্দিন রব্বানী, ৬নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার সাদাত, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান, ৮নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মজিদ, ৯নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক এবং নারী কাউন্সিলর আয়েশা বেগম।

 

 

আরপি/এসআর-০৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top