রাজশাহী বুধবার, ২০শে আগস্ট ২০২৫, ৬ই ভাদ্র ১৪৩২


‘মামলা হলেই সাংবাদিকদের তাৎক্ষণিক গ্রেফতার নয়’


প্রকাশিত:
৫ নভেম্বর ২০২১ ০২:৫৮

আপডেট:
২০ আগস্ট ২০২৫ ১১:২২

ফাইল ছবি

ডিজিটাল সিকিউরিটি আইনের (আইসিটি অ্যাক্ট) মামলায় তাৎক্ষণিকভাবে যেন সাংবাদিকদের গ্রেফতার করা না হয়; সে ব্যাপারে ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

মন্ত্রী বলেছেন, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হলেই যাতে তাৎক্ষণিক গ্রেফতার করা না হয়। বিষয়টি তাকে বলেছি। তিনিও এতে সায় দিয়েছেন।

তিনি আরও বলেন, এই আইনে মামলা নেওয়া হবে কিনা সেটা আগে যাচাই করতে হবে। সন্তুষ্ট হলে পরে মামলা নেওয়া যাবে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অপব্যবহার রোধে আমরা কঠোর হচ্ছি। যারা ভবিষ্যতে এর অপব্যবহার করবেন আমরা তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়ার ব্যবস্থা করছি।

বাকস্বাধীনতা বা সংবাদপত্রের স্বাধীনতা হরণের জন্য এটা করা হয়নি বলেও জানান আইনমন্ত্রী।

 

আরপি/এসআর-১১



আপনার মূল্যবান মতামত দিন:

Top