রাজশাহী রবিবার, ৮ই ডিসেম্বর ২০২৪, ২৪শে অগ্রহায়ণ ১৪৩১


রাণীনগরে ইউনিয়ন আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত


প্রকাশিত:
২৯ অক্টোবর ২০২১ ০৪:২১

আপডেট:
৮ ডিসেম্বর ২০২৪ ০০:৪০

ছবি: বর্ধিত সভা

নওগাঁর রাণীনগর উপজেলার কালিগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিক বিজয়ের লক্ষে বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নের করজগ্রাম স্কুল মাঠ প্রাঙ্গনে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

কালিগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউনুস আলী দুলাল এর সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন, রাণীনগর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল বারেক মোল্লা, সহ-সভাপতি অতিরিক্ত সচিব (অব:) ড: ইউনুস আলী, আনোয়ার হোসেন, ফরিদা পরভিন, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হোসেন, সাফাত হোসেন, সাংগঠনিক সম্পাদক জারজিস হাসান মিঠু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক একেএম সাইফুল ইসলাম স্বজল, কালিগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আজিজার রহমান, সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আনিছার রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ মনোনিত প্রার্থী সুবাস চন্দ্র সরকার প্রমূখ।

এছাড়া উপজেলা এবং ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সবার সার্বিক সহযোগিতার আহ্বান জানান বক্তারা।

 

 

আরপি/এসআর-১৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top