রাজশাহী শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র ১৪৩১


অজ্ঞাত কারণে স্থগিত হলো চাঁপাইনবাবগঞ্জ পৌর নির্বাচন


প্রকাশিত:
২৭ অক্টোবর ২০২১ ০৯:০৩

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০৭:০৭

ফাইল ছবি

কোন এক অজ্ঞাত কারণে স্থগিত করা হয়েছে শতবর্ষী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাচন। জেলা নির্বাচন অফিসার মো. মোতাওয়াক্কিল রহমান এবং সদর উপজেলা নির্বাচন অফিসার মো. মাহাবুবুল কবির এই তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান মঙ্গলবার রাত ৯টায় জানান, উর্দ্ধতন কর্তৃপক্ষের মৌখিক আদেশ পাবার পরপরই আমরা বিষয়টি নিশ্চিত হতে পেরেছি। আর এর পরেই জেলা নির্বাচন অফিস থেকে ইতোমধ্যে প্রিজাইডিং অফিসারদের সকল প্রকার ট্রেনিং স্থগিত করা হয়েছে। তবে কি কারণে এই নির্বাচন স্থগিত করা হলো তা আমি এখনো জানিনা। আগামীকাল বুধবার সকালে এ বিষয়ে জানানো হবে।

তবে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহাবুবুল কবির জানিয়েছেন, নির্বাচন কমিশনের এক উপসচিবের মাধ্যমে নির্বাচন কমিশন ঢাকা থেকে টেলিফোন করে সন্ধ্যায় মৌখিকভাবে জানানো হয় উচ্চ আদালতের নির্দেশে এই ভোট স্থগিত করা হয়েছে। তবে বুধবার সকাল সাড়ে ১০টার মধ্যে এ বিষয়ে বিস্তারিত জানান যাবে। আর এ কারণে নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণসহ সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। 

 

 

আরপি/এসআর-১৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top