বাগমারার আ.লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল
রাজশাহীর বাগমারা উপজেলার ১১ নং গনিপুর ইউনিয়নে ৫ নং ওয়ার্ডে ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।দলটির কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক তৃণমূল পর্যায় থেকে আ’লীগকে সুসংগঠিত করতে এই কাউন্সিল গঠন।
গতকাল মঙ্গলবার বিকেলে ওয়ার্ড আ’লীগের ত্রি-বাষিক সম্মেলন উপলক্ষে চাঁন্দেরআড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ইউনিয়ন আ’লীগের উদ্যোগে কাউন্সিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভাপতি পদে একাধিক প্রার্থী থাকায় নির্বাচন অনুষ্ঠিত। এতে মোরগ প্রতিক নিয়ে ২৪৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছে আমজাদ হোসেন। তার নিকটতম প্রার্থী হাতি প্রতিক নিয়ে পেয়েছে ১৮০ ভোট। বিনা প্রতিদ্বন্দ্বীতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তোয়াব হোসেন। এর আগে মোহনগঞ্জ কেন্দ্রের সমস্যার কারণ ভোট স্থাগিত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, গনিপুর ইউনিয়ন আ’লীগের দলীয় সম্মেলনে দায়িত্ব প্রাপ্ত আহ্বায়ক উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, উপজেলা আ’লীগের সদস্য রহিদুল ইসলাম, উপদেষ্টা মন্ডলীর সদস্য আবুল কালাম আজাদ, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, সহ-সভাপতি শীতেন্দ্রনাথ প্রামানিক, সাংসদের প্রেস সচিব জিল্লুর রহমান, আ’লীগ নেতা জাহেদুর রহিম মিঠু, এস,এম, এনামুল হক, আব্দুস সোবহান, ইনছান আলী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি উজ্জল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসালম প্রমুখ। এদিন ইউনিয়ন আ’লীগের কার্যকরী কমিটির সদস্য সহ প্রতিটি ওয়ার্ড আ’লীগ ও সহযোগি সংগঠনের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরপি/আআ
আপনার মূল্যবান মতামত দিন: