রাজশাহী সোমবার, ৯ই ডিসেম্বর ২০২৪, ২৬শে অগ্রহায়ণ ১৪৩১


কেন্দ্রীয় নেতাদের কাছে এমপি ফারুকের হাতজোড় করে ক্ষমা!


প্রকাশিত:
১১ নভেম্বর ২০১৯ ০৪:০১

আপডেট:
৯ ডিসেম্বর ২০২৪ ১৫:৫৯

ছবি:কেন্দ্রীয় নেতাদের কাছে হাতজোড় করে ক্ষমা চাইছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও তানোর গোদাগাড়ী আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী

নানা বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও তানোর গোদাগাড়ী আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী কেন্দ্রীয় নেতাদের কাছে হাতজোড় করে ক্ষমা চেয়েছেন। এই ছবি এতোমধ্যে ভাইরাল হয়েছে।

অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে গত ৮ নভেম্বর ঢাকায় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ কেন্দ্রীয় নেতাদের কাছে ক্ষমা চান বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। এর মধ্যে ওমর ফারুক চৌধুরীর ক্ষমা চাওয়ার ছবিটি ভাইরাল হয়ে পড়ে গতকাল শনিবার থেকে।

সম্প্রতি রাজশাহী জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ সভাপতি ওমর ফারুক চৌধুরী কে ‘রাজাকারপুত্র’ বলে অভিহিত করেন। অন্যদিকে জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী আসাদের বিরুদ্ধে বাণিজ্যসহ নানা অভিযোগ করেন এ নিয়ে দুজনের মধ্যে প্রকাশ্যে উঠে বিরোধ। এ বিরোধের জের ধরে গত ১৩ অক্টোবর রাজশাহীতে অনুষ্ঠিত বিভাগীয় প্রতিনিধি সমাবেশ রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি কাউকেই বক্তব্য দিতে দেয়া হয়নি। এরপর ওই দিনই সিদ্ধান্ত হয় ৮ নভেম্বর ঢাকায় এ নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে রাজশাহী জেলা আওয়ামী লীগের পরবর্তী বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

সেই জেলা আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে গত ৮ নভেম্বর ঢাকায় একটি কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে জানানো হয়, আগামী ৪ ডিসেম্বর রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সভায় নিজেদের মধ্যে কোন্দলের জের ধরে সভাপতি ওমর ফারুক চৌধুরী এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ দুজনেই ক্ষমা চান কেন্দ্রীয় নেতাদের কাছে। তবে ভাইরাল হয় ওমর ফারুক চৌধুরীর ক্ষমা চাওয়ার ছবিটি।

ওই সভায় রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ কেন্দ্রীয় নেতাদের কাছে ক্ষমা চান বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। এর মধ্যে ওমর ফারুক চৌধুরীর ক্ষমা চাওয়ার ছবিটি ভাইরাল হয়ে পড়ে গতকাল শনিবার থেকে।

সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন, নুরুল ইসলাম ঠাণ্ডু প্রমুখ।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top