রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


রাণীনগরে ন্যাশনাল পিপলস পার্টির মাস্ক বিতরণ


প্রকাশিত:
৫ আগস্ট ২০২১ ২৩:৪৭

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ১৯:১৭

ছবি: মাস্ক বিতরণ

বৈশিক মহামারী করোনার বিস্তার রোধে নওগাঁর রাণীনগরে মাস্ক বিতরণ করছে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)। করোনা পরিস্থিতিতে জনসচেতনতা তৈরিতে দলটির রাণীনগর উপজেলা আহবায়ক কমিটির উদ্যোগে সাধারণ মানুষের মাঝে এসব মাস্ক বিতরণ করা হচ্ছে।

বুধবার বিকেলে উপজেলার হাসপাতাল গেট, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভ্যান চালক, অটোরিকশা চালক, ব্যবসায়ীসহ সাধারণ জনগনের মাঝে মাস্ক বিতরণ করেন ন্যাশনাল পিপলস পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে মনোনীত প্রার্থী খন্দকার ইন্তেখাব আলম রুবেল।

এ সময় তিনি ঘরের বাইরে বের হলেই মাস্ক পরার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, জীবন-জীবিকার জন্য সবকিছু লকডাউন করে রাখা সম্ভব হচ্ছে না। প্রয়োজনে মানুষকে ঘর থেকে বের হতেই হচ্ছে। এ অবস্থায় সচেতন থাকার কোনো বিকল্প নেই। প্রত্যেককে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক বিতরণে এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল পিপলস পার্টির নওগাঁ জেলা শাখার আহবায়ক খন্দকার আমিনুর রহমান (ফ্রবেল), রাণীনগর উপজেলা শাখার আহবায়ক শাহ মো: বেলাল হোসেনসহ পার্টির নেতাকর্মীরা।


আরপি/এসআর-০৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top