আমেরিকায় সুস্থ আছেন কাদের মির্জা
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা সুস্থ আছেন। চিকিৎসার জন্য আমেরিকায় অবস্থান করছেন। জানিয়েছেন, জনগণের দোয়ায় তিনি ভাল আছেন। বুধবার (৫ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি তার সুস্থতার কথা জানান।
ফেসবুক পোস্টে তিনি লিখেন, 'আলহামদুলিল্লাহ।
মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং জনসাধারণের দোয়ায় আমি সুস্থ আছি। আমার পেটের টিউমার জনিত সমস্যা নিয়ে যে দুঃশ্চিন্তায় ছিলাম, তা বিপদমুক্ত। আজ Li Gastroenterology Endoscopy PC -এর বিজ্ঞ ডাক্তার জনাব Neeraj Kaushik পরীক্ষা নিরীক্ষার তথ্যের ভিত্তিতে এ তথ্য নিশ্চিত করেন। সকলে দোয়া করবেন। মহান আল্লাহর রহমতে আমি যেন জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে পারি। সকলের মঙ্গল কামনায় সবার প্রতি শুভেচ্ছা রইল। ' ফেসবুক পোস্টে চিকিৎসকের সঙ্গে তোলা একটি ছবিও জুড়ে দিয়েছেন তিনি।
বসুরহাট পৌরসভায় তৃতীয় মেয়াদে গত ডিসেম্বরে নির্বাচনের আগে বিভিন্ন ইস্যুতে কথা বলে আলোচনায় আসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা।
তিনি চিকিৎসার জন্য গত ২৮ জুলাই আমেরিকা যান। আগের দিন তিনি তার বড় ভাইয়ের সঙ্গে তার ঢাকার বাসায় দেখা করেন। ওই দিন আরেক পোস্টে তিনি বলেন, 'চিকিৎসার জন্য আমেরিকার উদ্দেশে রওনা হওয়ার আগে আমার শ্রদ্ধেয় বড় ভাই, জননেতা জনাব ওবায়দুল কাদের এমপির সঙ্গে সাক্ষাৎ করে দোয়া নিই। এসময় কোম্পানীগঞ্জের বিরাজমান রাজনৈতিক অস্থিরতা স্থীতিশীল করার লক্ষ্যে আলোচনা হয়। সকলে ধৈর্যবান হয়ে শান্তির লক্ষ্যে কাজ করুন। শান্তি প্রতিষ্ঠার জন্য যে যার অবস্থান থেকে সহযোগিতা করুন। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু। '
আরপি/আআ
বিষয়: কাদের মির্জা আমেরিকা চিকিৎসা
আপনার মূল্যবান মতামত দিন: