রাজশাহী বুধবার, ১লা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১


করোনায় আক্রান্ত সাবেক অর্থমন্ত্রী মুহিত


প্রকাশিত:
২৮ জুলাই ২০২১ ১২:৩৫

আপডেট:
১ মে ২০২৪ ১৮:১৯

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে বর্তমানে তিনি স্বাভাবিক ও সুস্থ আছেন। রাজধানির বনানীর বাসায় থেকেই তিনি চিকিৎসা নিচ্ছেন। টিকা নিলেও করোনায় আক্রান্ত হলেন সাবেক এ অর্থমন্ত্রী।

আওয়ামী লীগের এই বর্ষীয়ান নেতার করোনা আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন তার ছোট ভাই ও পল্লী শিশু ফাউন্ডেশন এবং ঢাকা ডেল্টা হাসপাতালের চেয়ারম্যান এ এস কে মুয়িজ সুজন। তিনি পুরো দেশবাসীর কাছে ভাইয়ের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

পারিবারিক আরেকটি সূত্র জানায়, গত ২৪ জুলাই সাবেক অর্থমন্ত্রী স্কয়ার হাসপাতালে পরীক্ষা করান। পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। চিকিৎসকরা সাবেক মন্ত্রীর শারিরীক পরিস্থিতি পর্যালোচনা করে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। বাসায় স্বাভাবিক খাওয়া দাওয়া ও পড়াশোনা করছেন। বিশ্রাম নিচ্ছেন। অসুস্থতার খবর পেয়ে দুদিন আগে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান তার সঙ্গে দেখা করে এসেছেন।

গত ৯ মে মুহিত রাজধানির বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের টিকা কেন্দ্র থেকে করোনার টিকা নেন।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top