রাজশাহী মঙ্গলবার, ২৭শে জানুয়ারী ২০২৬, ১৪ই মাঘ ১৪৩২


রাজশাহীতে জেল হত্যা দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলন


প্রকাশিত:
৩ নভেম্বর ২০১৯ ২০:৪০

আপডেট:
২৭ জানুয়ারী ২০২৬ ০১:৩৩

বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বলন

রাজশাহীতে জেল হত্যা দিবস ও জাতীয় ৪ নেতার স্মরণে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বলন ও শোক র‌্যালি করা হয়েছে।

শনিবার রাত ৮টার দিকে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের পাশে স্বাধীনতা চত্বরে অবস্থিত প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বলন করা হয়। শহীদ এ এইচ এম কামারুজ্জামান হেনার দৌহিত্রী ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণার নেতৃত্বে নগর ছাত্রলীগ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগে নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন।

এর আগে জেল হত্যা দিবস উপলক্ষে রাতে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে স্বাধীনতা চত্বর থেকে একটি শোক র‌্যালি বের করা হয়। শোক র‌্যালিটি নগরীর জিরো পয়েন্ট ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এরপর বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বলন করে এক মিনিট নীরবতা পালন করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজীবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগের নেতৃবৃন্দ।

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top