জামায়াতের আমিরসহ আটক ৫
জয়পুরহাটের কালাইয়ে জেলা জামায়াতের আমিরসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।বুধবার রাতে উপজেলা জামায়াতের আমিরের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
তারা হলেন- জেলা জামায়াতের নায়েবে আমির মো. রেজাউল করিম (৪৭), কালাই উপজেলা জামায়াতের আমির মুনসুর রহমান (৪৭), সমাজসেবা সম্পাদক মো. তাইফুল ইসলাম (৪৭), সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান (৪৪), কালাই পৌর জামায়াতের আমির মো. মোজাফফর হোসেন (৪৭)।
জানা গেছে, উপজেলা জামায়াতের আমির মুনসুর রহমানের বাড়িতে জেলা জামায়াতের নায়েবে আমিরসহ বেশ কয়েকজন নেতা বৈঠক করছিলেন। এ সময় কালাই থানা পুলিশ এসে তাদের আটক করে।
কালাই থানার ওসি মো. সেলিম মালিক বলেন, বুধবার রাতে কালাই উপজেলাপাড়ার জামায়াত নেতা মুনসুর রহমানের বাড়িতে জেলা জামায়াতের নায়েবে আমিরসহ বেশ কয়েকজন নেতা বৈঠকে বসেন। পরে পুলিশ ওই বাড়িতে অভিযান তাদের আটক করে। আটক নেতাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
আরপি / আইএইচ
আপনার মূল্যবান মতামত দিন: