রাজশাহী সোমবার, ৯ই ডিসেম্বর ২০২৪, ২৬শে অগ্রহায়ণ ১৪৩১


রাজশাহীতে যুবসমাবেশে নেতাদের গামছা উপহার


প্রকাশিত:
২৮ অক্টোবর ২০১৯ ০৫:৫০

আপডেট:
৯ ডিসেম্বর ২০২৪ ১৬:৩৫

ছবি: রাজশাহীতে যুবসমাবেশে নেতাকর্মীরা

রাজশাহীতে যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে চার নেতাকে গামছা পরিয়ে দেয়া হয়েছে। রোববার বিকেল সাড়ে তিনটার দিকে মহানগর বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে মহানগর যুবদল আয়োজিত  যুবসমাবেশের মহানগর ও জেলা যুবদলের চার নেতাকে এমন উপহার দেয়া হয়। এরপর এগামছা দিয়ে হাসিনার কোমরে বেঁধে তাকে নামাতে হবে বলে মন্তব্য করেছেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।

তিনি বলেন, আজকে চারজনকে গামছা পরিয়ে দেয়া হলো। এ গামছা দিয়ে হাসিনার কোমরে বেঁধে তাকে ক্ষমতা থেকে নামাতে হবে।

তিনি আরও বলেন, খালেদা জিয়া অসুস্থ। তাকে মুক্ত করতে হবে। খালেদা জিয়াকে মুক্ত না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে।

রাজশাহী মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইটের সভাপতিত্বে এদিন প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু।

রাজশাহী মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও নগর বিএনপি’র সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডাভোকেট শফিকুল হক মিলন।

এছাড়া এসময় যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী, ‍বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন জেলা-উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top