‘জাসদ কারো চামচামি করে না’
'জাসদ একমাত্র দল যেটি শতভাগ মুক্তিযুদ্ধের পক্ষের দল। জাসদের নেতাকর্মীরা প্রয়োজনে রাজপথে রক্ত দিতে প্রস্তুত। আওয়ামীলীগ বলে জাসদ আমাদের সাথে, বিএনপি বলে জাসদ আওয়ামীলীগের দালাল।এখন জাসদের মূল্যায়ন নেই। অথচ জাসদের ১০০ জন দাড়ালে অন্য দলের ৫০০ জনকে টাইম নাই। জাসদ কারও চামচামি করেনা'- জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ত্রি বার্ষিক কাউন্সিল সভায় বক্তারা এমন বক্তব্য দেন।
শনিবার বেলা ১১টায় নগরীর মুন লাইট গার্ডেনে জেলা ও মহানগর শাখা আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী।
জাসদের জেলা শাখার সভাপতি এডভোকেট মজিবুল হক বকুরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন।
উদ্বোধনী অধিবেশনে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন, জাসদ কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য প্রবীণ কৃষক নেতা মেহের আলী, দপ্তর সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ুম, তথ্য ও গবেষণা সম্পাদক জুলফিকার মান্নান জামী, কেন্দ্রীয় সদস্য মনিরুজ্জামান মনির, রাজশাহী মহানগর সভাপতি প্রদীপ মৃধা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, রাজনীতি এত সহজ না, সস্তা জিনিস না।এখানে শক্তভাবে টিকে থাকতে হয়। দুর্নীতির সাথে জাসদ নাই। ভালোর সাথে থাকতে চায়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী বলেন, জাসদের সততা আছে, সাহস আছে। আমাদেরকে অনেকবার ভেঙ্গে দেয়ার চেষ্টা করেছে। আমরা উঠে দাঁড়িয়েছি। এমনকি আওয়ামীলীগের জন্যও জাসদ অনেক অবদান রেখেছে। কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজের স্থান এই দলে হবেনা।
সভায় জাসদের রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক আল মাসুদ শিবলী, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু,জেলার সাধারণ সম্পাদক শফিউর রহমান, শ্রমিক জোটের সাংগঠনিক সম্পাদক পারুল মজুমদার, জাসদের কুষ্টিয়া জেলা নেতা এড. জয়দেব বিশ্বাস, রেলওয়ে শ্রমিক জোটের সভাপতি দ্বিজেন্দ্রনাথ সিংহ, সাধারণ সম্পাদক ফারুক হোসেন সারাফাত উল্লাহ, জাতীয় যুব জোটের জেলা সভাপতি শরিফুল ইসলাম সুজনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মহানগর কমিটিতে সভাপতি নির্বাচিত হন আব্দুল্লাহ আল মাসুদ শিবলী এবং আমিরুল কবির বাবুকে সাধারণ সম্পাদক করা হয়। অন্যদিকে প্রদীপ মৃধাকে সভাপতি এবং শফিউর রহমান শফিকে জেলা শাখার সাধারণ সম্পাদক করা হয়।
আরপি/আআ
বিষয়: জাসদ চামচামি রাজপথ কাউন্সিল সভা
আপনার মূল্যবান মতামত দিন: