রাজশাহী শুক্রবার, ৩রা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১


রাজশাহীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ২


প্রকাশিত:
১৮ অক্টোবর ২০১৯ ০৯:০৪

আপডেট:
৩ মে ২০২৪ ১৪:৪২

ছবি: প্রতীকী

রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউপি নির্বাচনে দু-প্রার্থীর মধ্যে সংঘর্ষে ২ জন আহত হয়েছে বলে জানাযায়। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে মনিগ্রাম মাদ্রাসা মোড়ে ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

তথ্য সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর বাঘা উপজেলার মনিগ্রাম ইউপি নির্বাচন অনুষ্টিত হয়। এ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে টিউবয়েল প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন। অপর দিকে ফুটবল প্রতীক নিয়ে পরাজিত হয়েছেন ফরমান আলী।

নির্বাচিত প্রার্থীর ভাই জয়নাল আলী আলাউদ্দিন নামে এক ব্যক্তিকে ভোট দেয়নি বলে চার্জ করে। এতে উভয়ের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে মারধর করে আলাউদ্দিনকে। উভয়ই আহত হয়েছে বলে জানা গেছে।

এক পর্যায়ে উভয়ের মধ্যে উত্তেজনা গ্রামপর্যায়ে গড়ালে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

বাঘা থানার ওসি নজরুল ইসলাম অপর দিকে চারঘাট থানার পুলিশও খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেন।

এ সময় পরাজিত প্রার্থীর সমর্থক আবুল মালেক নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি মনিগ্রাম পূর্বপাড়ার আবুল কাসেমের ছেলে। উভয়ে আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ততরা বলে জানা গেছে।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পরপর উভয়ে স্থান ত্যাগ করে চলে গেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে।

 

আরপি/এমএইচ

 

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top