ধর্ষণের প্রতিবাদে পাবনায় ছাত্রলীগের মোমবাতি প্রজ্বলন
দেশজুড়ে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে এবং অপরাধীদের বিচারের দাবিতে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে পাবনা জেলা ছাত্রলীগ। এসময় জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ দেশের এ চলমান ধর্ষণ মহামারিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম এর সভাপতিত্বে ও সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরমান হোসেনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সহ-সভাপতি সাদ্দাম হোসেন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান শেখ, পৌর ছাত্রলীগের সভাপতি কাজী তুষার, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খান প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাদ্দাম হোসেন, আল মাহমুদ চঞ্চল, মেহেদি হাসান হিমেল, জুনায়েদ উদ্দিন, মো. সজিব হোসেন, হাবিবুর রহমান রিংকু, কাওছার আহমেদ, হারুন-অর-রশিদ, মোহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আরশেদুর রহমান চঞ্চল, শাকিল হোসেন, কৌশিক আহমেদ, আনিক আহমেদ, রাশেদ হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইদুজ্জামান সজিব, তুষার বিশ^াস, সামিউল ইসলাম নিয়ন, ফরিদুল ইসলাম রিসান, মতিউর রহমান, দপ্তর সম্পাদক আদনান আল মাহফুজ চমন, প্রচার সম্পাদক সাদ্দাম হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রাহাত হোসেন পল্লব, শিক্ষা ও পাঠাগার সম্পাদক বাঁধন হোসেন ইমন, উপ-স্বাস্থ্য সম্পাদক মাহাদী হাসান, জেলা ছাত্রলীগ নেতা তরিকুল ইসলাম, আনিছুর রহমান, শেখ শাকিল, দিপ্ত, ওয়াকিল, সাদাত বাহার, শামীম মল্লিক, এনামুল হক, মহিত, রাব্বি, শাকিব, পাবনা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি খাইরুল ইসলাম নিষাদ, সাধারণ সম্পাদক শাকিল মিয়া শান্ত প্রমূখ।
আরপিআআ
বিষয়: ধর্ষণ ছাত্রলীগ মোমবাতি প্রজ্বলন
আপনার মূল্যবান মতামত দিন: