রাজশাহী শনিবার, ৩১শে জানুয়ারী ২০২৬, ১৯শে মাঘ ১৪৩২


পাবনায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন


প্রকাশিত:
১ অক্টোবর ২০২০ ২১:৫৯

আপডেট:
৩১ জানুয়ারী ২০২৬ ০৬:৩৩

ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন। ছবি: সংবাদদাতা

পাবনা সুজানগরে সাতবাড়িয়া ইউনিয়নের গুপিনপুর গ্রামে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সুজানগর উপজেলা শাখার উদ্যোগে সুজানগর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক আইনুল হক, সাংগঠনিক সম্পাদক ওয়ালিউর রহমান ওলি, শফিক আহম্মেদ প্রমূখ।

বক্তারা বলে ৮দিন পেরিয়ে গেলেও পুলিশ প্রশাসন এখন পর্যন্ত ধর্ষক রানু শেখকে গ্রেফতার না করে গড়িমাসি করছে। এসময় মানববন্ধনে উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী অতি দ্রুত ধর্ষক রানু শেখের গ্রেফতার ও কঠোর শাস্তি দািিব করেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গুপিনপুর গ্রামে খেলার সময় ২ টাকার লোভ দেখিয়ে ধর্ষক রানু শেখ ৪ বছরের এক শিশুকে ধর্ষণ করে। শিশুটির চিৎকার শুনে এলাকাবাসি রানু শেখকে হাতেনাতে ধরে ফেলে। কিন্তু রানু শেখ প্রভাব খাটিয়ে এসময় পালিয়ে যায়। ধর্ষক রানু শেখ একই গ্রামের মৃত সেকেন শেখের ছেলে।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top