সন্ত্রাসী হামলার প্রতিবাদে এডওয়ার্ড কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শহীদ শামসুজ্জোহা মুসলিম হলে বহিরাগত সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। শনিবার রাতে তারা এই বিক্ষোভ করে।
শিক্ষার্থীরা জানায়, কলেজের শহীদ শামসুজ্জোহা মুসলিম হলে দীর্ঘদিন যাবত বহিরাগত সন্ত্রাসীরা জোর করে প্রবেশ করে মাদক সেবনসহ নানা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলো। শনিবার বহিরাগত সন্ত্রাসীরা হলে প্রবেশ করে মাদক সেবন করতে গেলে হলের শিক্ষার্থীরা তাদের বাঁধা দেয় এবং হল থেকে বের করে দেয়।
এতে ক্ষিপ্ত হয়ে বহিরাগত সন্ত্রাসীরা রাতে হলে এসে কয়েকটি রুমে ভাংচুর করে বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকের সামনে পাবনা-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পরে প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষের আশ্বাসে শিক্ষার্থীরা তাদের অবরোধ তুলে নেয়।
আরপি/এমএইচ
আপনার মূল্যবান মতামত দিন: