রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


হেরোইনসহ গ্রেফতার যুবলীগ নেতা


প্রকাশিত:
৯ মে ২০২১ ০৩:৪৫

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১২:০১

ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদী বাজারের জাকির সুপার মার্কেটের দোতালার একটি জুতার দোকানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী যুবলীগ নেতা সোহেল রানাকে (৪৫) গ্রেফতার করেছে।

শনিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা (খ) সার্কেল পরিদর্শক ছানোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। সোহেল রানা ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি।

অভিযানের সময় ঈশ্বরদী বাজারের জাকির সুপার মার্কেটে সিনথিয়া সু স্টোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে দুপুর ২টা ৪৫ মিনিটে মো. সোহেল রানাকে ২০ গ্রাম হেরোইন ও মাদক বিক্রয়ের নগদ ১৯ হাজার টাকাসহ আটক করা হয়।

ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান আসাদ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা দায়ের হয়েছে।

আরপি / এমবি-১৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top