রাজশাহী শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


সাভারের

আশুলিয়ায় সুতা তৈরির কারখানায় আগুন


প্রকাশিত:
৫ সেপ্টেম্বর ২০১৯ ২১:১৯

আপডেট:
৫ সেপ্টেম্বর ২০১৯ ২১:৫৩

সাভারের আশুলিয়ার শ্রীপুর এলাকায় এজিজ কটন মিলস নামে সুতা তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

কারখানার মালিক সাবেক পানিসম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।

বুধবার দিবাগত রাত ৩টার দিকে আশুলিয়ার ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা  ঘটে।

মধ্যরাতে আশুলিয়ার শ্রীপুর এলাকায় আনোয়ার হোসেন মঞ্জুর মালিকানাধীন সুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের খবরে দ্রুত তারা ঘটনাস্থলে পৌঁছান। এ সময় ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও গাজীপুরের কালিয়াকৈর ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। কিন্তু আগুনের তীব্রতা অনেক বেশি হওয়ায় ততক্ষণে গোডাউনে থাকা সুতা তৈরির সমস্ত কাঁচামাল তুলা পুড়ে যায় বলে জানান, ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম।

তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির ব্যাপারে প্রাথমিকভাবে নিশ্চিত করে কিছুই বলতে পারেননি তিনি।

 

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top