শিবগঞ্জে পাগলা নদীতে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার আলীডাঙ্গা এলাকায় পাগলা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো, শিবগঞ্জ পৌরসভার জালমাছমারী গ্রামের জিয়াউর রহমানের মেয়ে ও ৪র্থ শ্রেনীর শিক্ষার্থী জুই (১০) ও একই এলাকার জুবাইয়ের হোসেনের ছেলে ও প্রথম শ্রেনীর শিক্ষার্থী ইমরান আলী (৮)।
নিহত শিশু জুইয়ের খালা জানান, সবাই মিলে তারা পাগলা নদীতে গোসল করতে গেছিলেন। গোসল করার এক পর্যায়ে জুই ও ইমরাম ডুবে যেতে থাকে, তাদের দ্রুত উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে যাওয়ার পথেই মারা যায়।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ জানান, দুই শিশুর লাশ পরিবারের কাছে আছে, তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আরপি/ এএন
আপনার মূল্যবান মতামত দিন: