চক্ষু লজ্জায় চায়তে না পারা মানুষের বাড়িতে যাচ্ছে চাল

মহামারি করোনা ভাইরাসের কারনে নিম্ন আয়ের মানুষেরা কাজ করতে না পেরে বেশিরভাগই কর্মহীন হয়ে পড়েছে। ঘরে খাবার ফুরিয়ে আসছে। অনেকে চক্ষু লজ্জায় কাউকে কিছু বলতে পারছে না। করোনা ভাইরাসে কর্মহীন হয়ে থাকা এমন কিছু নিম্ন আয়ের প্রত্যন্ত অঞ্চলের মানুষের বাড়িতে বাড়িতে সরকারি নির্দেশনা অনুযায়ী চাল পৌঁছে দিচ্ছে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার গোহালবাড়ি ইউনিয়ন।
এছাড়াও বৃহস্পতিবার (৯ এপ্রিল) ইউপির নিম্ন আয়ের মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে। এদিন নিম্ন আয়ের ২৬০ পরিবারের মাঝে ১০ কেজি চাল তুলে দেন গোহালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। এর আগেও নিম্ন আয়ের মানুষদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
আরপি/ এএন
আপনার মূল্যবান মতামত দিন: