রাজশাহী শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র ১৪৩১


রাজশাহীতে যুবক আইসোলেশনে, ল্যাবে ৩১ নমুনা


প্রকাশিত:
৬ এপ্রিল ২০২০ ২২:৫০

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ১৪:৫৪

 

রাজশাহীর সংক্রমণ ব্যাধি (আইডি) হাসপাতলে আরও একজনকে আইসোলেশন রাখা হয়েছে। নাটোরের বাগাতিপাড়া থেকে ওই যুবককে রাজশাহীতে পাঠানো হয়েছে। আর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হওয়ায় চিকিৎসাধীন এক নার্সকে আইসোলেশন ওয়ার্ড থেকে ছেড়ে দেয়া হয়েছে।

আজ সোমবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন করোনা চিকিৎসা টিমের আহ্বায়ক ডা. আজিজুল হক আজাদ।

তিনি জানান, রামেক হাসপাতালের অবজারভেশন ওয়ার্ডে পাঁচজন রোগীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থার উন্নতি হওয়ায় দুপুরে ছেড়ে দেয়া হয়েছে। আশা করা হচ্ছে বাকি দুজনকে মঙ্গলবার দুপুরে ছেড়ে দেয়া হবে।

এদিকে রাজশাহী মেডিকেল কলেজের করোনা পরীক্ষাগারে সোমবার ৩১টি নমুনা পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন ল্যবটির প্রধান ডা. সাবেরা গুলনেহার। রাজশাহী বিভাগের ৩১টি নমুনার মধ্যে আছে রাজশাহী জেলার ৬টি, বগুড়ার ৬টি, চাঁপাইনবাবগঞ্জের ১০টি, নাটোরের ৮টি ও নওগাঁর ১টি।

প্রসঙ্গত, রাজশাহী মেডিকেল কলেজে গত ১ এপ্রিল ল্যাব চালু হওয়ার পর এ পর্যন্ত মোট ৯৮টি নমুনা পরীক্ষা করা হলো।

 

আরপি/ এএন



আপনার মূল্যবান মতামত দিন:

Top