সাবেক তথ্য অফিসার নকীব উদ্দীনের মৃত্যুতে শোক

রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের সাবেক তথ্য অফিসার নকীব উদ্দীন আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি.........রাজিউন)। সোমবার বিকেল ৪ টার দিকে রাজশাহীতে নিজ বাসভবনে শেষ নিঃশ্বোস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে রাজশাহী আঞ্চলিক তথ্য অফিস।
এছাড়াও রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে গভীর শ্রদ্ধা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
নকীব উদ্দীনের গ্রামের বাড়ি নওগাঁ সদর উপজেলার শৈলগাছী। তিনি হৃদরোগ, ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। মৃত্যুকালে তিনি দুই কন্যা, এক পুত্র সন্তানসহ অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন।
আরপি/এসআর-১৪
বিষয়: আঞ্চলিক তথ্য অফিস নকীব উদ্দীন শোক
আপনার মূল্যবান মতামত দিন: