রাজশাহী শনিবার, ১১ই অক্টোবর ২০২৫, ২৭শে আশ্বিন ১৪৩২


২৫ জুন মিয়ানমার থেকে বিশেষ ফ্লাইট ঢাকায় আসছে ৪৬ বাংলাদেশি


প্রকাশিত:
২৫ জুন ২০২০ ০০:৪৫

আপডেট:
১১ অক্টোবর ২০২৫ ২১:৩২

ছবি: সংগৃহীত

করোনা ভাইরাসের কারণে মিয়ানমারে আটকে পড়া ৪৬ বাংলাদেশি বৃহস্পতিবার (২৫ জুন) দেশে ফিরছেন। একই দিনে ঢাকা থেকে মিয়ানমারে ফিরে যাচ্ছেন সেদেশের ১৫ জন নাগরিক।

বুধবার (২৪ জুন) ইয়াঙ্গুনের বাংলাদেশ দূতাবাস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, মিয়ানমারে আটকে পড়া ৪৬ জন বাংলাদেশি নাগরিক কেবিজেড এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় ফিরবেন। তবে ইয়াঙ্গুন থেকে ফেরত আসার সময় বাংলাদেশিদের স্বাস্থ্য সনদ নিতে হবে। ঢাকায় আসার পরে একই প্লেনে মিয়ানমারে ফিরে যাবেন দেশটির ১৫ জন নাগরিক।

এর আগে মিয়ানমার থেকে গত ৬ মে আটকে পড়া ৪৩ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরে আসেন। সে সময় বাংলাদেশে আটকে পড়া ৩৮ জন মিয়ানমারের নাগরিক ফিরে যান। এবার দ্বিতীয়বারের মতো বিশেষ ফ্লাইট ঢাকায় আসছে।

 

আরপি/ডিজে



আপনার মূল্যবান মতামত দিন:

Top