রাজশাহী শনিবার, ৭ই ডিসেম্বর ২০২৪, ২৪শে অগ্রহায়ণ ১৪৩১


শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফের দাবি


প্রকাশিত:
২১ জুন ২০২০ ১৯:৩৭

আপডেট:
২১ জুন ২০২০ ১৯:৪৭

ছবি: শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফের দাবিতে গণতান্ত্রিক বাম ঐক্যের মানববন্ধন

সরকারি-বেসরকারি সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের টিউশন ফি মওকুফের দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য। আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে বক্তারা এ দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশের চার কোটিরও অধিক ছাত্র-ছাত্রী করোনা ভাইরাসের কারণে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে আছে। এমতাবস্থায় তাদের বাবা-মার দৈনন্দিন আয় অর্ধেকের নিচে নেমে এসেছে। বিশেষ করে বেসরকারি চাকরিরত অভিভাবক, ছোট ব্যবসায়ী অভিভাবক তাদের আয় শূন্যের কোটায় নেমে এসেছে।

এ অবস্থায় আগামী আগস্ট মাসে শিক্ষাপ্রতিষ্ঠান যদি চালু হয় তাহলে ছাত্র-ছাত্রীদের পক্ষে ছয় মাসের টিউশন ফি এককালীন পরিশোধ করা অবাস্তব। তাই শিক্ষাপ্রতিষ্ঠানের মালিক ও সরকার মিলে এখনই সিদ্ধান্ত নেওয়া উচিত। দীর্ঘ ছয় মাস ছাত্র-ছাত্রীদের ছুটিতে থাকাকালীন টিউশন ফি মওকুফের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। নন-এমপিওভুক্ত স্কুল, কলেজ, কওমী ও আলিয়া মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানে সরকারকে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণার দাবি জানাচ্ছি।

সংগঠনের সমন্বয়কারী ও সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. সামছুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) সিপিবি (এম)’র সাধারণ সম্পাদক ডা. এম সামাদ, কেন্দ্রীয় কমিটির সদস্য সামসুল হক সরকার, কৃষক মোর্চার আহ্বায়ক মোহাম্মদ মাসুম, স্বাধীনতা পার্টির সাধারণ সম্পাদক এ এম ফয়েজ হোসেন প্রমুখ।

 

আরপি/আআ-০৯



আপনার মূল্যবান মতামত দিন:

Top