কক্সবাজারের উখিয়ায়
দা-ছুরিসহ অন্যান্য সরঞ্জাম স্থানীয় লোকদের জন্য
কক্সবাজারের উখিয়ায় এনজিও কার্যালয় থেকে উদ্ধার দা-ছুরিসহ অন্যান্য সরঞ্জাম স্থানীয় লোকদের জন্য।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম জানায়, এই দা-ছুরি স্থানীয় জনগোষ্ঠীকে কৃষিকাজসহ নানা দৈনন্দিন কাজে ব্যবহারের জন্য এগুলো কোনোভাবেই রোহিঙ্গা শরণার্থীদের জন্য নয়।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে আইওএম’র ন্যাশনাল কমিউনিকেশন অফিসার তারেক মাহমুদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিষয়টি উখিয়া উপজেলা ও কক্সবাজার জেলা প্রশাসন খতিয়ে দেখেন এবং পর্যাপ্ত প্রমাণ পাওয়া সাপেক্ষে জব্দকৃত সরঞ্জাম আবার এনজিওটিকে ফেরত দেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) উখিয়া রোহিঙ্গা এলাকায় এনজিও কার্যালয় থেকে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফখরুল ইসলামের সহযোগীতায় হাজার হাজার অস্ত্র উদ্ধার হয়। এর মধ্যে ছিল ১৭শ’ রাম দা, ৪শ’ ছুরি, ১১শ’ হাতুড়ি, ১২শ’ হাত-করাত, ১২শ’ তার কাটার প্লাস, ২২শ’ বেলচা ও রশিসহ আরও বিভিন্ন যন্ত্রপাতি।
আরপি/এমএইচ
আপনার মূল্যবান মতামত দিন: