আন্তঃনগর ট্রেন বন্ধ ২৬ মার্চ

প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণরোধে বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকে আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ হচ্ছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ আলম।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে তিনি জানান, ২৬ মার্চ থেকে সব ট্রেনের টিকিট বিক্রি বন্ধ রয়েছে। ওইদিন থেকে সাময়িকভাবে ট্রেন চলাচল রাখা হবে।
শরীফুল আলম বলেন, এখনও অফিস আদেশ হয়নি। তবে এর আগেই আদেশ হবে বলে আমাকে জানিয়েছেন ট্রাফিক ডিরেক্টর।মঙ্গলবার থেকে লোকাল ও মেইল ট্রেন বন্ধ করা হয়েছে।
আরোও পড়ুন: ‘যদি দ্যাশ বন্দো হয়, তাইলে না খ্যায়্যা মইর্যা যাব বাপ।’
আরপি/এমএইচ
বিষয়: করোনা ভাইরাস আন্তঃনগর ট্রেন
আপনার মূল্যবান মতামত দিন: