রাজশাহী রবিবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৪, ১লা আশ্বিন ১৪৩১


রাজধানীর নাজিরা বাজারে দুই দোকানে আগুন


প্রকাশিত:
১ সেপ্টেম্বর ২০২৩ ১৯:১৬

আপডেট:
১৫ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫৭

ছবি: সংগৃহীত

পুরান ঢাকার নাজিরাবাজার এলাকার দুটি দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টা ২৭ মিনিটে নাজিরাবাজার হানিফ বিরিয়ানির পাশে ছোট ২টি দোকানে অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আনোয়ারুল ইসলাম দুলন এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: জুম্মার দিনের ফজিলত ও করণীয় কি?

তিনি জানান, আগুন লাগা খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে ১১টা ৪০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

আগুন লাগার কারণ সম্পর্কে তিনি জানান, বৈদ্যুতিক গোলযোগে আগুনের সূত্রপাত হয়েছে। এতে কোনো হতাহতে খবর পাওয়া যায়নি।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে আনুমানিক ১ লাখ টাকার ক্ষতি হয়েছে এবং ১০ লাখ টাকার মালামাল রক্ষা করা হয়েছে।

 

 

আরপি/এসআর-০৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top