রাজশাহী শনিবার, ১০ই জানুয়ারী ২০২৬, ২৮শে পৌষ ১৪৩২


সিইসির সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক


প্রকাশিত:
২৭ আগস্ট ২০২৩ ১৯:২৭

আপডেট:
১০ জানুয়ারী ২০২৬ ১৩:১০

ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

রোববার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে ইসি কার্যালয়ে সিইসির দপ্তরে এ বৈঠক শুরু হয়।

আরও পড়ুন: কোরআন পোড়ানো নিষিদ্ধের আইন করছে ডেনমার্ক

হাইকমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার পর নির্বাচন কমিশনের সঙ্গে সারাহ কুকের এটিই প্রথম বৈঠক। এটি সৌজন্য সাক্ষাৎ হলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েও আলোচনা হতে পারে।

এর আগে গত ১৪ আগস্ট গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন সারাহ কুক। সে সময় যুক্তরাজ্য বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায় বলে জানান তিনি।

জাতীয় নির্বাচনকে সামনে সিইসি কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন, জাপান, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা সাক্ষাৎ করেছেন। তারা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেছেন।

 

 

আরপি/এসআর-০৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top