রাজশাহী শনিবার, ২৭শে জুলাই ২০২৪, ১২ই শ্রাবণ ১৪৩১


নৈশভোজে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে এগিয়ে এলেন মোদি


প্রকাশিত:
২৫ আগস্ট ২০২৩ ০০:৪০

আপডেট:
২৭ জুলাই ২০২৪ ০৫:২৪

ছবি: সংগৃহীত

ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে তার কাছে হেঁটে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় তারা কুশল বিনিময় করেন এবং কিছুক্ষণ একে অপরের খোঁজ-খবর নেন।

বুধবার (২৩ আগস্ট) রাতে জোহানেসবার্গের গ্যালাঘের এস্টেট, মিড্রান্ডে ব্রিকসের বর্তমান চেয়ার এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এর আমন্ত্রণে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে জোহানেসবার্গে আসা রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে এই নৈশভোজের আয়োজন করেন।

আরও পড়ুন: এবার নৌকার জন্য ভোট চাইলেন দেওয়ানগঞ্জের ওসি

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন প্রধানমন্ত্রীর কর্মব্যস্ততা সম্পর্কে সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে কয়েক গজ দূরে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শেখ হাসিনার কাছে হেঁটে গিয়ে কুশল বিনিময় করেন এবং তারা কিছুক্ষণ পরস্পরের খোঁজ-খবর নেন।’

নৈশভোজে শেখ হাসিনা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাসহ অন্যান্য কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানগণের সাথে কুশল বিনিময় করেন।

মোমেন বলেন, ‘খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় হয়েছে।’

 

 

 

আরপি/এসআর-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top