নওগাঁয় প্রথম করোনা ভ্যাকসিন নিলেন ডিসি

নওগাঁয় প্রথম করোনা ভ্যাকসিন নিয়েছেন জেলা প্রশাসক মো. হারুন অর রশীদ। রোববার সকাল ১০ টায় নওগাঁ সদর হাসপাতালের তৃতীয় তলায় জেলা প্রশাসকের টিকা গ্রহনের মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক টিকা নেয়ার পর জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া, সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ, ডিপুটি সার্জন ডাঃ মনজুর-এ-মুর্শেদ টিকা নিয়েছেন। নারীদের মধ্য প্রথম টিকা নেন নওগাঁ সদর হাসপাতালের সিনিয়র নার্স বেগম সুফিয়া খাতুন।
স্থানীয় স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জেলায় মোট ৮৪ হাজার ডোজ টিকা এসেছে। এই টিকা ৪২ হাজার মানুষকে দেওয়া হবে। গত শুক্রবার নওগাঁ সদর হাসপাতালসহ জেলার ১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকা সরবরাহ করা হয়েছে। সদর হাসপাতালের তৃতীয় তলায় পাঁচটি বুথ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেগুলোতে তিনটি বুথে টিকা দেয়া হবে। প্রতিটি বুথে ছয়জন প্রশিক্ষিত ব্যক্তি এই টিকা প্রয়োগের দায়িত্ব পালন করছেন। এর মধ্যে দুজন প্রশিক্ষিত টিকাকর্মী এবং চারজন স্বেচ্ছাসেবক ছিলেন।
জেলা প্রশাসক মো. হারুন অর রশীদ বলেন, ‘আলহামদুলিল্লাহ ভাল আছি, মনেই হচ্ছেনা টিকা নিয়েছি। ইনজেকশন দেয়ার সময় পিপড়ার কামড়ের চেয়ে বেশী কিছু মনে হয়নি। মহান আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। রেজিস্ট্রেশন করে ভ্যাকসিন নেয়ার জন্য নওগাঁবাসীকে অনুরোধ করছি।’
সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ বলেন, ‘বাংলাদেশে অক্সফোর্ডের টিকা এসেছে, যেটি আমাদের দেশে পরিবহন, সংরক্ষণ ও প্রদানে সবচেয়ে উপযোগি। গবেষণায় দেখা গেছে অক্সফোর্ডের এই টিকা মানুষের শরীরে প্রয়োজনীয় ইমিউনিটি তৈরি করতে পারে এবং পার্শপ্রতিক্রিয়া খুব কম। তাই দয়া করে কোন ধরনের গুজবে বিভ্রান্ত না হয়ে অনলাইনে রেজিষ্ট্রেশন করে টিকাকেন্দ্রে আসুন এবং টিকা নিন।’
তিনি বলেন, টিকা প্রদান পরবর্তী যেকোনো ধরনের জটিলতা তৈরি হলে তা তাৎক্ষনিক সমাধানের জন্য টিকা কেন্দ্রে চিকিৎসক, নার্স প্রয়োজনীয় ঔষধ ও চিকিৎসা সরঞ্জামসহ সার্বক্ষণিক অবস্থান করবেন। জেলার স্বাস্থ্য বিভাগ টিকা প্রদান কার্যক্রমের জন্য পুরোপুরি প্রস্তুত।’
আরপি / এমবি-১৩
আপনার মূল্যবান মতামত দিন: