প্রকৌশলী তুহিনের মুক্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন

ফখরুদ্দিন সরকারের আমলে দায়ের করা ‘মিথ্যা মামলায়’ জামিন না দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগনে ও নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে কারাগারে পাঠানোর প্রতিবাদে রাজশাহীতেও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ মে) বিকেলে রাজশাহী মহানগরীর জিরো পয়েন্ট এলাকায় এই মানববন্ধনের আয়োজন করে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, প্রকৌশলী তুহিন একজন সৎ, শিক্ষিত ও পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিবিদ। তাঁর বিরুদ্ধে ফখরুদ্দিন সরকারের সময়ে ষড়যন্ত্রমূলকভাবে কর ফাঁকি ও দুর্নীতির অভিযোগ এনে একাধিক ভিত্তিহীন মামলা দায়ের করা হয়। দীর্ঘ প্রায় ১৭ বছর পর আদালতে আত্মসমর্পণ করার পরও তাঁকে জামিন না দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
বক্তারা আরও বলেন, প্রকৌশলী তুহিনের জামিন না মঞ্জুর করে সরকার উদ্দেশ্যপ্রণোদিত ও প্রতিহিংসাপরায়ণ আচরণ করছে। তারা অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগের অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এ্যাব) সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ শিহাবুল ইসলাম, সহ-সভাপতি প্রকৌশলী মোঃ আব্দুর রশিদ, প্রকৌশলী ইলিয়াস বিন-কাশেম, প্রকৌশলী কাজী সালেহ আহসান পলল, প্রকৌশলী মাহমুদুর রহমানসহ অন্যান্য প্রকৌশলী এবং বিভিন্ন জেলা কমিটির নেতা
কর্মীবৃন্দ।
বিষয়: মানববন্ধন
আপনার মূল্যবান মতামত দিন: