রাজশাহী শনিবার, ৫ই এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র ১৪৩১


করোনা পরীক্ষার নমুনা দিলেই লকডাউন করবে নওগাঁ জেলা প্রশাসন


প্রকাশিত:
২৮ জুন ২০২০ ০২:৩৮

আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ০৩:০২

নওগাঁ জেলা প্রশাসক মো. হারুন অর রশীদ

‘যিনি নমুনা দিবেন তাকেই লকডাউন’ করা হবে বলে মন্তব্য করেছেন নওগাঁ জেলা প্রশাসক মো. হারুন অর রশীদ। জেলায় তিন দিনব্যাপী ‘অনলাইন ডিজিটাল মেলা ২০২০’ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

শনিবার দুপুর সাড়ে ১২টায় ভিডিও কনফারেন্সে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় অনলাইন ডিজিটাল মেলায় দর্শকরা কিভাবে সুবিধা নিতে পারবেন সে বিষয়ে জেলা তথ্য বাতায়নে আলাদা গ্যালারী তৈরী করাসহ বিস্তারিত তুলে ধরেন জেলা প্রশাসক মো. হারুন অর রশীদ।

ডিসি হারুন অর রশীদ বলেন, নমুন সংগ্রহের পর রিপোর্ট আসতে কিছুটা বিলম্ব হচ্ছে। নমুনা দেয়ার পর এসময় ওই ব্যক্তি ভুলবশত বিভিন্ন জনের সঙ্গে মিশছেন। যেহেতু রিপোর্ট আসতে বিলম্ব হচ্ছে এতে করে অন্যরাও কোভিড-১৯ আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই নমুনা দেয়ার পর ওই ব্যক্তিকে ‘হোম কোয়ারেন্টাইনে’ থাকতে হবে। রিপোর্ট আসার পর তার বিষয়ে সিদ্ধান্ত দেয়া হবে।

তিনি বলেন, প্রথম দিকে মানুষ করোনা বিষয়ে তেমন সচেতন ছিলেন না। এখন কিছুটা হলেও বুঝতে শিখেছেন। নিয়মিত হাত ধোয়া ও মাস্ক ব্যবহার করছেন। এছাড়া কোরবানী ঈদ উপলক্ষে পশুর হাটগুলোতে সামাজিক দুরুত্বের ব্যাপারেও গুরুত্ব বাড়ানো হবে।

এছাড়াও ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়, জেলা এনএসআইয়ের উপ-পরিচালক মোহাম্মদ রিয়াজ উদ্দিন, জেলা তথ্য অফিসার আবু সালেহ মো. মাসুদুল ইসলামসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এদিকে, গত ২৪ ঘন্টায় নতুন করে ৬৩ জনসহ জেলায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৮৬ জন। এছাড়াও কোয়ারেনটাইনে নেয়া হয়েছে আরও চারজনকে। এ সময়ে কোয়ারেনটাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৩ জন। বর্তমানে কোয়ারেনটাইনে আছেন ১ হাজার ৪১৫ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০৫ জন।

আরপি/এএন-২



আপনার মূল্যবান মতামত দিন:

Top