নওগাঁয় ব্রি ধান-৮১ বীজের মাঠ দিবস অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে উন্নত জাতের ব্রি ধান-৮১ বীজের মাঠ দিবসে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় নতুন জাতের ব্রি ধান-৮১ বীজ ব্লকের পঞ্চাশ জন কৃষককে নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মে) বিকেল সাড়ে ৪টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিহারীনগর এলাকায় এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উপজেলার বিহারীনগর এলাকার কৃষক মুক্তিয়ার রহমান জানান, ব্রি ধান-৮১ চাষ করে আমি ভালো ফলন পেয়েছি। এর চাল দেখতে অনেক চিকন লম্বা ও খেতে সু-স্বাদু। দীর্ঘ সময় এই চালের ভাত রান্না করে ঘরে রেখেও খাওয়া যায় নষ্ট হয়না। তাছাড়া ব্রি ধান-৮১ চাল বাজারে বিক্রয় করে ভালো দাম পাওয়া যায়।
অনুষ্ঠানে মো. সলিম উদ্দিনের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- প্রকল্পের মনিটরিং কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম প্রামাণিক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা. শাপলা খাতুন।
এছাড়াও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাসুদ রানা, কৃষক মো. মতিয়ার হোসেনসহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা জানান, নতুন ব্রি ধান-৮১ জাতের এই ধান বিঘা প্রতি ৩৩ মণের অধিক ফলন হয়। তাছাড়া রোগ বালাই ও পোকা-মাকড়ের আক্রমণ অনেক কম। সম্ভাবনাময় এ ধানের চালে প্রোটিনের মাত্রাও অন্যান্য ধানের তুলনায় অনেক বেশি।
আরপি/এসআর-০৫
বিষয়: নওগাঁ মাঠ দিবস ব্রি ধান-৮১
আপনার মূল্যবান মতামত দিন: