রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


মারা গেলেন ফ্যাশন ডিজাইনার পিয়েরে কার্দিন


প্রকাশিত:
৩০ ডিসেম্বর ২০২০ ১৯:৪২

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ১২:১৫

ছবি: সংগৃহীত

মারা গেলেন বিশ্ব বিখ্যাত ফরাসি ফ্যাশন ডিজাইনার পিয়েরে কার্দিন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯৮ বছর।

বুধবার পশ্চিম ফ্রান্সের নেউলিতে এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশ্বখ্যাত এই ফরাসি ফ্যাশন ডিজাইনার।
রেডি-টু-ওয়্যার পোশাক বিশ্বে পরিচয় করিয়েছেন পিয়েরে কার্দিন। দীর্ঘ ৭০ বছর তিনি বিশ্ব ফ্যাশনে অবদান রেখেছেন। ফ্যাশনকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য পিয়েরে কার্দিনের নাম মনে রাখবে বিশ্বের ফ্যাশনপ্রেমীরা।

নারী- পুরুষদের হাই-ফ্যাশানের প্রাণপুরুষ বলা হয় তাকে, ফ্যাশনের জনকও বলেন অনেকেই। ইটালির ভেনিস শহরে ১৯২২ সালের সাতই জুলাই কার্দিনের জন্ম হয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, পারস্যের প্যাকুইন ফ্যাশন হাউস এবং জুন কুক্টু’র ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ সিনেমার পোশাক ডিজাইন করেন তিনি।

১৯৫০ সালে নিজের ফ্যাশন হাউস তৈরি করেন পিয়েরে কার্দিন। ১৯৫১ সালে তিনি ডিজাইন করেছিলেন ‘পার্টি অফ দ্য সেঞ্চুরি’-র ৩০টি পোশাক। ওই সময়ে পোশাকগুলো ব্যাপক জনপ্রিয়তা পায়। তারপর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে।

ইতালি, জাপান, আমেরিকা, ইংল্যান্ডের পর প্রথম ফরাসী ডিজাইনার হিসেবে তিনি চীনের সঙ্গেও তার ডিজাইন করা পোশাকের মাধ্যমে যোগসূত্র স্থাপন করেন। তিনিই প্রথম ডিজাইনার যিনি মস্কোর রেড স্কোয়ারে ফ্যাশন শোয়ের আয়োজন কিের্ছলেন, যেখানে প্রায় দুই লাখ দর্শক হয়েছিল।

 

আরপি/টিএস-০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top