রাজশাহী শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র ১৪৩১


করোনা ঠেকাতে মাস্কের চেয়ে উপকারী পদ্ধতি


প্রকাশিত:
২ ডিসেম্বর ২০২০ ১৮:৫২

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০৭:০৫

ছবি: সংগৃহীত

মাস্ক তো পরতেই হবে, তবে সেটা বিশেষ কিছু স্থানেই কাজ করবে। মাস্ক পরলাম আর যা খুশি করলাম ভাবলে হিতে-বিপরীত হবে। করোনাভাইরাস ঠেকাতে মাস্কের চেয়েও কার্যকর পদ্ধতি হলো দূরত্ব বজায় রাখা। কানাডার সাইমন ফ্রেজার বিশ্ববিদ্যালয়ের গবেষণায় বেরিয়ে এলো এ তথ্য।

বিশ্ববিদ্যালয়টির অধ্যাপক পল টুপার ও ক্যারোলিন তাদের দীর্ঘ গবেষণায় দেখেছেন সামাজিক দূরত্ব বজায় রাখাটা মাস্কের চেয়েও বেশি কার্যকর। এমনকি দূরত্ব বজায় রেখে থাকলে মাস্কের প্রয়োজন নেই। অন্যদিকে দূরত্ব না থাকলে মাস্কও খুব একটা কাজে আসে না।


গতমাসে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস জার্নালে তাদের এ গবেষণাপত্র প্রকাশ হয়েছে।
ভাইরাস ছড়ানোর হার, পরীক্ষার সময়কাল, ব্যক্তি-দূরত্ব এবং আরও কিছু বিষয়কে বিবেচনায় নিয়ে পরীক্ষাটি করেছেন গবেষকরা।


তারা বিভিন্ন অনুষ্ঠান, পার্টি সেন্টার, নাইট ক্লাব, গণপরিবহন এবং রেস্তোরাঁয় পরীক্ষাটি চালিয়ে দেখেছেন একজন কোভিড-১৯ আক্রান্ত থেকে কতজন সম্ভাব্য আক্রান্ত হতে পারেন।


তাদের গবেষণার সারকথা হলো, পার্টি সেন্টার, কনসার্ট, রেস্তোরাঁ ইত্যাদি জনবহুল স্থানে মাস্ক বিশেষ কাজে আসে না। দূরত্ব বজায় রাখা হয়েছে যেসব স্থানে, সেখানেই সংক্রমণের হার কম দেখা গেছে।

 

আরপি/টিএস-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top