রাজশাহী বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


চুল পড়া বন্ধে ভেষজ চা


প্রকাশিত:
৩০ নভেম্বর ২০২০ ১৫:২৮

আপডেট:
২৪ এপ্রিল ২০২৪ ১৩:১২

ফাইল ছবি

চা প্রেমীদের জন্য সুখবরই বটে! স্বাদ নেওয়ার পাশাপাশি ভেষজ চা কাজে লাগানো যাবে চুলের বিভিন্ন সমস্যার সমাধানে। জবা ফুলের চা সপ্তাহে দুই থেকে তিনবার পান করুন। এটি যেমন চুলের বৃদ্ধি বাড়াবে, তেমনি বন্ধ করবে চুল পড়া। জেনে নিন কীভাবে বানাবেন জবা ফুলের চা।

দেড় লিটার পানি ফুটিয়ে নিন। ফুটন্ত পানিতে ৩টি জবা ফুল দিয়ে দিন। চুলার জ্বাল কমিয়ে ৬ থেকে ৭ মিনিট রাখুন। লালচে রঙ হয়ে গেলে নামিয়ে ছেঁকে নিন। কয়েক টুকরো আদা কুচি ছেড়ে দিন। লেবুর রস ও চিনি দিন প্রয়োজন মতো। একটি গ্রিন টি ব্যাগ দিয়ে নেড়ে পরিবেশন করুন। চাইলে বরফ কুচি দিয়ে আইস টি হিসেবেও পরিবেশন করা যায় জবা ফুলের চা।

কেন পান করবেন জবা ফুলের চা

* ভিটামিন সি সমৃদ্ধ এই চা কোলাজেন প্রোডাকশন বাড়িয়ে দেয়। ফলে চুল থাকে স্বাস্থ্যোজ্জ্বল ও শক্তিশালী। পাশাপাশি চুল পড়া কমে ও চুল বাড়েও দ্রুত।
* অ্যামিনো অ্যাসিড সমৃদ্ধ জবা ফুলের চা পান করলে চুল হয় ঝলমলে ও উজ্জ্বল।
* ত্বকের অতিরিক্ত তেল নিঃসরণ কমিয়ে দেয় জবা ফুলের চা। ফলে চুলের তেলতেলে ভাব ও খুশকি কমে।
* অকালে চুল পাকা রোধ করে এটি। 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top