রাজশাহী বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


যেভাবে পাবেন গোলাপি ও সুন্দর ঠোঁট


প্রকাশিত:
১৫ জুন ২০২০ ০৫:২৮

আপডেট:
২৪ এপ্রিল ২০২৪ ১২:১০

ছবি: প্রতীকী

ঠোঁট ফাটা যেমন সমস্যা, তেমনি কালচে হয়ে যাওয়া কিংবা মরা চামড়া জমে থাকাও বিরক্তিকর।


ঠোঁট কালচে হয়ে যাওয়া কিংবা মরা চামড়া ওঠাতে ব্যবহার করতে পারেন ঘরোয়া প্যাক।

ঘরোয়া যত্নে প্রাকৃতিকভাবেই যেভাবে পাবেন গোলাপি ও সুন্দর ঠোঁট।

কী করবেন?

১. এক চা চামচ মধু ও ১ চা চামচ অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে সামান্য গরম পানি ও খানিকটা মোটা দানার চিনি মিশিয়ে ঠোঁটে ঘষুণ। ৩ মিনিট পর ধুয়ে ফেলুন। ঠোঁটে জমে থাকা মরা চামড়া দূর করে ঠোঁট গোলাপি ও কোমল হয়।

২. কফির সঙ্গে মধু মিশিয়ে ঠোঁটে লাগান, এর ঘষুণ। ২ মিনিট ম্যাসাজ করার পর ধুয়ে ফেলুন।

৩ গোলাপের পাপড়ির সঙ্গে দুধ মিশিয়ে ব্লেন্ড করে লাগান ঠোঁটে। কয়েক মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

 

আরপি/এমএএইচ-১১



আপনার মূল্যবান মতামত দিন:

Top