রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


জেনে নিন সাদা চুল কালো করার ঘরোয়া উপায়


প্রকাশিত:
২০ মে ২০২০ ২০:০০

আপডেট:
২০ মে ২০২০ ২০:০১

ফাইল ছবি

বয়সের কারণে অনেকের কালো চুল সাদা হয়ে যায়। আর বর্তমানে লকডাউনের কারণে অনেকে ঘরে আটকা পড়েছেন। যেহেতু সেলুন-পার্লার বন্ধ রয়েছে, তাই চুলে রঙ করা সম্ভব হচ্ছে না।

এমতাবস্থায় কেমিক্যাল রঙ ব্যবহার না করে প্রাকৃতিক উপায়ে চুল কালো করতে পারেন।

আসুন জেনে নিই কী করবেন-

মেথি ও নারিকেল তেল ব্যবহার

চুল সাদা হওয়া রোধ করবে মেথি ও নারিকেল তেল। অ্যামিনো অ্যাসিড ও লিকিথিনসমৃদ্ধ মেথি চুল সাদা হওয়া রোধ করে। ব্যবহার

নারিকেল তেল গরম করে তাতে মেথি দানা দিয়ে ১০ মিনিট ফুটিয়ে হালকা গরম অবস্থায় ছেঁকে নিয়ে স্কাল্প ও চুলের গোঁড়ায় ম্যাসাজ করুন।

রাতে ঘুমানোর আগে ব্যবহার করতে পারলে সবচেয়ে ভালো। রাতে চুলে ব্যবহারের পর দিন সকালে উঠে শ্যাম্পু করে নিন।

চা পাতা

কারও চুল সাদা হওয়া রোধ করবে চা পাতার পাউডার।

২ চামচ মেহেদি পাউডার, ২ চামচ মধু, লেবুর রস ১ চামচ। একটি পাত্রে এসব উপকরণ ভালো করে মিশিয়ে পরিমাণমতো গরম পানি দিয়ে পেস্ট তৈরি করুন।

মিশ্রণটি পুরোপুরি চুলে ভালো করে ম্যাসাজ দিয়ে আধাঘণ্টা রেখে শ্যাম্পু করুন।

এসব প্যাক ব্যবহারের আগে চুল শ্যাম্পু দিয়ে পরিষ্কার করুন। নিয়মিত ব্যবহারে সাদা চুল কালো হবে।

 

আরপি/এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top