রাজশাহী মঙ্গলবার, ১৫ই অক্টোবর ২০২৪, ১লা কার্তিক ১৪৩১


ব্রণ দূর করার ঘরোয়া উপায়


প্রকাশিত:
৬ এপ্রিল ২০২০ ০০:০৯

আপডেট:
১৫ অক্টোবর ২০২৪ ১৩:০০

প্রতীকী

চেহারা সুন্দর দেখাক কে না চায়? তবে আপনার সুন্দর মুখায়বের কপাল, গাল ও নাকের ওপর একটি ব্রণ আপনাকে অস্বস্তিকর অবস্থায় ফেলে দিতে পারে।

কেন ব্রণ হয়

যখন ত্বকে অতিরিক্ত সিবাম নিঃসৃত হয়, তখন ত্বক তৈলাক্ত হয়ে ওঠে। এই সিবাম ত্বকের ছিদ্রগুলো বন্ধ করে দিতে পারে, যা সংক্রমিত হয়ে গেলে ব্রণ দেখা দেয়। এ সময় যদি সঠিকভাবে যত্ন না নেয়া হয়, তবে ব্রণগুলো দীর্ঘস্থায়ী হতে পারে এবং ত্বকে কালো ও স্থায়ী দাগ তৈরি হতে পারে।

আসুন জেনে নিই ব্রণ দূর করার ঘরোয়া উপায়-

লেবুর ব্যবহার

লেবুতে থাকা ভিটামিন 'সি' তৈলাক্ত ত্বকের ব্রণ নিরাময়ে সহায়তা করে ত্বককে উজ্জ্বল করতেও সহায়তা করে।

উপকরণ

১ টেবিল চামচ লেবুর রস ও তুলার বল।

কীভাবে ব্যবহার করবেন

লেবুর রসে তুলার বল ভিজিয়ে রাখুন এবং ঘুমাতে যাওয়ার আগে ব্রণের স্থানগুলোতে লাগান। পুরো রাত এটি রেখে দিন এবং পরের দিন সকালে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। না সারা পর্যন্ত আপনি এ প্রতিকারটি নিয়মিত ব্যবহার করতে পারেন।

বেসন ও দইয়ের ফেস প্যাক

তৈলাক্ত ত্বকে ব্রণ থেকে মুক্তি পেতে বেসন ও দইয়ের ফেস প্যাকটি বেশ কার্যকর। বেসন ত্বকের অতিরিক্ত তেল শুষে নিয়ে ত্বকের উজ্জ্বলতা ধরে রাখে। দইয়ে ল্যাকটিক অ্যাসিড রয়েছে, যা ত্বকের মৃত কোষগুলো অপসারণ করে এবং ত্বক উন্নত করতে সহায়তা করে।

উপকরণ

১ টেবিল চামচ বেসন, ১-২ টেবিল চামচ দই, ১ চা চামচ মধু এবং এক চিমটে হলুদ।

কীভাবে ব্যবহার করবেন

একটি পাত্রে বেসন ও দই ভালো করে মিশিয়ে নিন। এর পর তাতে মধু ও এক চিমটি হলুদ যোগ করুন। সব উপাদান ভালোভাবে মেশান। এর পর মুখে ভালোভাবে লাগান এবং প্রায় ২০ মিনিট রেখে দিন।

২০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকটি সপ্তাহে একবার ব্যবহার করতে পারেন।

তথ্যসূত্র: বোল্ডস্কাই

 

আরপি/এমএইচ


বিষয়: ব্রণ


আপনার মূল্যবান মতামত দিন:

Top