রাজশাহী সোমবার, ৯ই ডিসেম্বর ২০২৪, ২৬শে অগ্রহায়ণ ১৪৩১


শীতের বন্ধু যখন ওয়াশিং মেশিন


প্রকাশিত:
২৪ জানুয়ারী ২০২০ ১১:০৪

আপডেট:
৯ ডিসেম্বর ২০২৪ ১৫:২৮

শীতের সময় পানিতে কাজ করা বেশ কঠিন। অনেক সময় ধরে পানি দিয়ে কাপড় কাচলে ঠান্ডা লেগে অসুস্থ হতে পারি। তাই ব্যবহার করা পোশাক জমতে থাকে। কাপড় কাচার দায়িত্ব যদি ওয়াশিং মেশিনের ওপর ছাড়তে পারেন তাহলে কিন্তু অনেক কাজ সহজ হয়ে যায়।

জেনে নিন প্রয়োজনীয় এই যন্ত্রটি কীভাবে ব্যবহার করবেন:

  • সমান মেঝেতে মেঝের সঙ্গে সমান্তরাল করে ওয়াশিং মেশিন বসান;
  • হালকা ও রঙিন কাপড় আলাদা ধুয়ে নিন;
  • মালটিপারপস ডিটারজেন্ট কিনুন, যাতে সেই ডিটারজেন্ট দিয়ে কাপড় কাচলে দাগও ওঠে আবার পোশাকেরও ক্ষতি না হয়;
  •  একসঙ্গে অনেক কাপড় দেবেন না;
  •  অনেকেই ওয়াশিং মেশিন থেকে অস্বাভাবিক আওয়াজ হলে গুরুত্ব দিয়ে ঠিক করিয়ে নিন;
  •  কোন কাপড়ে কি পরিমাণ সাবান প্রয়োজন হয় জেনে নিন;
  •  কিছু কাপড় থাকে ওয়াশিং মেশিনে ধুতে বারণ করা হয়, এগুলোও জেনে নিন;
  •  সুইচগুলো কোনটার কাজ কী জানুন।;
  •  কাপড় দেয়ার সময় লক্ষ্য রাখুন যেন কোনো ধাতব কিছু না থাকে;
  •  খুব ছোট কাপড় যেমন মোজা মেশিনের ভেন্টে আকটে যেতে পারে, তাই এগুলো দেবেন না
  •  জামাকাপড় পরিষ্কারের পর ওয়াশিং মেশিন ভালো করে ধুয়ে ফেলুন।

 

বাজারে বিভিন্ন ধরনের ওয়াশিং মেশিন পাওয়া যায়, যেমন – অটোমেটিক, সেমি-অটোমেটিক ও ম্যানুয়াল ইত্যাদি। বিভিন্ন ব্র্যান্ডের ও মাপের এই ওয়াশিং মেশিনের দাম ১০ হাজার থেকে শুরু। কেনার সময় অবশ্যই ওয়ারেন্টি গ্যারান্টি সম্পর্কে জেনে নিন।

 

আরপি/এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top