রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


মাস্ক পরিষ্কার করবেন যেভাবে


প্রকাশিত:
২২ সেপ্টেম্বর ২০২১ ২৩:১৭

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১১:৩৯

ফাইল ছবি

সেই করোনা সংক্রমণের শুরু থেকেই মাস্ক ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে বলে এসেছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের বিভিন্ন নির্দেশিকায় মাস্ক পরার পরামর্শ দিয়েছে। শুরুর দিকে মানুষেরা উদাসীন থাকলেও এখন সেই চিত্র অনেকটা পাল্টেছে। মহামারির হাত থেকে রক্ষা পেতে মাস্ক ব্যবহার করছেন সচেতন মানুষেরা।

মাস্ক পরার পাশাপাশি মাস্ক পরিষ্কার করার বিষয়টিও মাথায় রাখতে হবে। আপনি যদি সার্জিক্যাল মাস্ক ব্যবহার করেন তবে ভিন্ন কথা। তবে কাপড়ের মাস্ক বা এন৯৫ ব্যবহার করলে তা নিয়মিত পরিষ্কার করতে হবে। অপরিষ্কার মাস্ক পরলে তা উপকারের বদলে ক্ষতিই করবে বেশি। তখন বিপদ আরও বাড়তে থাকবে। তাই মাস্ক পরিষ্কারের নিয়ম জেনে রাখা জরুরি-

* বাইরে থেকে ঘরে ফেরার সঙ্গে সঙ্গে মাস্ক খুলে ফেলেন নিশ্চয়ই? এক্ষেত্রেও মানতে হবে নিয়ম। মাস্ক খুলুন দড়ি, ফিতা বা রাবার ব্যান্ডের অংশ ধরে। কোনোভাবেই সরাসরি মাস্কে হাত দেবেন না। এরপর মাস্কটি সাবানপানিতে ভিজিয়ে রাখুন কিছুক্ষণ। তারপর পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে নিন।

* ধোয়া হয়ে গেলে জীবানুনাশকে ডুবিয়ে নিয়ে দড়ির সঙ্গে ক্লিপ আটকে শুকাতে দিন। এমনভাবে শুকাতে দিন যেন মাস্কটি ঝুলে থাকে। শুকানোর সময় মাস্কের মূল অংশে যেন ধুলোবালি না লাগে সেদিকে খেয়াল রাখবেন।

* মাস্ক পরিষ্কারের জন্য আরেকটি উপায় বেছে নিতে পারেন। পানির সঙ্গে সামান্য লবণ মিশিয়ে চুলায় বসান। পানি ফুটতে শুরু করলে সেই লবণ মেশানো গরম পানিতে মাস্ক দিয়ে ফুটিয়ে নিন। এতে খুব সহজে মাস্কটি জীবাণুমুক্ত হবে। এক্ষেত্রেও কড়া রোদে শুকিয়ে নিতে হবে একইভাবে।

* যদি রোদ না থাকে তবে ইস্ত্রির মাধ্যমে শুকাতে পারেন। তবে কোনোভাবেই ভেজা বা স্যাঁতস্যাঁতে মাস্ক ব্যবহার করবেন না। এতে নানা রোগে সংক্রমিত হওয়ার ঝুঁকি বেড়ে যায়।

 

আরপি/এসআর-২০



আপনার মূল্যবান মতামত দিন:

Top