৯ নভেম্বর: আজকের ধাঁধা

ধাঁধাচর্চা আপনার মস্তিষ্কের বিকাশ ঘটায়। এতে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে বুদ্ধি বাড়ায়। সে নিমিত্তে রইলো আপনাদের জন্য আজকের কয়েকটি ধাঁধা-
১. ‘একটুখানি গাছে
তিল ঝুরঝুর করে,
একটুখানি টোকা দিলে
ঝরঝরিয়ে পড়ে।’
২. ‘ওই ফলটি পাকার পরে
খেতে লাগে মিষ্টি।
আমি যদি খেতে বলি করেন অনাসৃষ্টি।’
৩. ‘ওই মিঞ মিঞ ডাক যে শোনো, মাঝের শব্দ বাদে হিসাব করো।’
৪. ‘উল্টে যদি দাও মোরে
হয়ে যাবো লতা,
কে আমি ভেবে-চিন্তে বলে ফেল তা।’
উত্তর জানেন? তাহলে লিখে ফেলুন...
আরপি/এসআর
বিষয়: ধাঁধাঁ
আপনার মূল্যবান মতামত দিন: