রাজশাহী শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪১


প্রকাশিত:
২৬ নভেম্বর ২০২০ ২১:৪২

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০২:২৪

 

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলী সাওপাওলো রাজ্যে বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

বুধবার সকাল ৭টার দিকে রাজ্যের তাগুয়াই শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির পুলিশ জানিয়েছে। খবর সাইথ চায়না মনিং পোস্টের।

পুলিশ জানায়, বাসটি স্থানীয় একটি পোশাক কারখানার কর্মীদের বহন করছিল। সকাল ৭টা নাগাদ সাওপাওলো রাজ্য থেকে ৩৪০ কিলোমিটার দূরের তাগুয়াই শহরের কাছে পৌঁছলে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ হয়।

খবর পেয়ে উদ্ধারকারীরা এসে দেখতে পান সবখানে মানুষের ছিন্নভিন্ন দেহ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। বাসে ৫৩ যাত্রী ছিল। এ ছাড়া ট্রাকচালক জীবিত আছে বলেও জানানো হয়।

পুলিশ জানায়, দুর্ঘটনাস্থলেই ৩৭ জন নিহত হন। হাসপাতালে নেয়ার পর আহত চারজন মারা যান। -যুগান্তর

এমও/আরপি



আপনার মূল্যবান মতামত দিন:

Top