রাজশাহী মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১


ভারতে আসামি ধরতে গিয়ে গুলিতে নিহত ৮ পুলিশ


প্রকাশিত:
৩ জুলাই ২০২০ ১৭:০৮

আপডেট:
১৪ মে ২০২৪ ১৫:৫৯

ভারতে আসামি ধরতে গিয়ে গুলিতে নিহত ৮ পুলিশ

 

ভারতে আসামি ধরতে গিয়ে দৃর্বৃত্তদের গুলিতে পুলিশের ৮ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ডেপুটি পুলিশ সুপার, তিনজন এসআই ও চারজন কনস্টেবল।
এ ঘটনা আহত পুলিশের আরও চার সদস্য হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া পুলিশের পাল্টা গুলিতে নিহত হয়েছে তিন দৃর্বৃত্ত।
উত্তরপ্রদেশের কানপুরে এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে উত্তরপ্রদেশ পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর এই সময় ও আনন্দবাজার পত্রিকা।
পুলিশ জানিয়েছে, চৌবেপুর থানার অন্তর্গত ডিকরু গ্রামে কুখ্যাত অপরাধী বিকাশ দুবেকে ধরার জন্য অভিযান চালায় পুলিশ। ৬০টিরও বেশি অপরাধের মামলায় অভিযুক্ত বিকাশ।
লুকিয়ে থাকা অপরাধীকে ধরতে পুলিশের একটি দল এগোনো শুরু করলেই তাদের দিকে ধেয়ে আসে গুলিবৃষ্টি। একটি বাড়ির ছাদ থেকে এলোপাতাড়ি গুলি চালানো হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ডেপুটি পুলিশ সুপার দেবেন্দ্র মিশ্র, তিন সাব ইনস্পেক্টর ও চারজন কনস্টেবল।
উত্তরপ্রদেশ পুলিশের ডিরেক্টর জেনারেল এইচসি অবস্থি জানিয়েছেন, গ্রামে ঢুকতেই বাড়ির ছাদ থেকে পুলিশের ওপর গুলি চালাতে শুরু করে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তারা নিহত হয়।
পুলিশের পাল্টা গুলিতে বিকাশের তিন সঙ্গীর মৃত্যু হলেও বিকাশ এখনও অধরা।
পুলিশের অভিযানের খবর অপরাধী আগেই জানতে পেরে পরিকল্পনা করে এ হামলা চালানো হয়েছে বলে জানান তিনি।
কানপুরের এডিজি জেএন সিংহ জানিয়েছেন, পরিস্থিতির মোকাবেলায় কনৌজ ও কানপুরের দেহাত থেকে বিশাল পুলিশবাহিনী নিয়ে আসা হয়েছে।

 

আরপি/ এআর-০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top