রাজশাহী শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১


ভ্যাকসিনের গোপনীয়তা জানতে সাইট হ্যাকের চেষ্টা !


প্রকাশিত:
৪ মে ২০২০ ০৩:৩৩

আপডেট:
৪ মে ২০২০ ০৩:৪০

প্রতীকি ছবি

করোনাভাইরাসের ভ্যাকসিন উৎপাদনের গোপন তথ্য হাতিয়ে নিতে ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা করেছে ইরান-রাশিয়া। খবর-মেইল অনলাইন।

সংবাদ মাধ্যমটির অনলাইনে দাবি করা হয়েছে, ওই দেশগুলোর হ্যাকারা ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইট হ্যাক করে করোনাভাইরাসের ভ্যাকসিন উৎপাদনের গোপন তথ্য এবং দেশটির বিজ্ঞানী-চিকিৎসকরা যেসব টেস্টিং কিট নিয়ে গবেষণা করছেন তা জানার চেষ্টা করেছে।

যুক্তরাজ্যের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারের প্রধানরা বলছেন, ইরান ও রাশিয়ার হ্যাকাররা নিন্দনীয় কাজ করেছে। প্রায় ২৪ ঘণ্টা ধরে অনলাইন যুদ্ধ করে হামলা ঠেকানো সম্ভব হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়, এখন পর্যন্ত বড় কোনো ধরনের সাইবার হামলায় সফল হয়নি। এ ছাছাড়া ন্যাশনাল হেলফ সার্ভিসে কোনো ধরনের হামলার ঘটনা ঘটেনি।

গত সপ্তাহে এ ধরনের চেষ্টা চালানো হয়েছে যুক্তরাষ্ট্রের ওয়েবসাইটে। আমেরিকার ন্যাশনাল কাউন্টার ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি সেন্টারের প্রধান বিল ইভানিনা বলেছেন, এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের চিকিৎসক থেকে শুরু করে গবেষকদের সতর্ক করে দেওয়া হয়েছে।

 

 

আরপি/ এমবি



আপনার মূল্যবান মতামত দিন:

Top