রাজশাহী শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


লকডাউনে এবার ঘরে রাখতে রাস্তায় 'ভূতে'র নজরদারি!


প্রকাশিত:
১৪ এপ্রিল ২০২০ ০০:৫৭

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০১:৪৫

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে অবস্থিত কেপুহ গ্রাম। ভূতের উত্‍পাতে নাকি এখন তটস্থ এই গ্রামের বাসিন্দারা। তবে একটু খতিয়ে দেখলে জানা যায় ভেতরের গল্পটা। সাধারণ মানুষ যাতে লকডাউন ভেঙে রাস্তায় না বের না হন, তার জন্যই এই ভূতের দল নিয়ে মাঠে নেমেছে প্রশাসন।

আসলে গ্রামরক্ষী বাহিনীর সদস্যদেরই সাদা কাপড়ে মুড়ে ভূত সাজিয়ে রাস্তায় বের করা হয়েছে। তাতে কাজও হয়েছে দারুণ। করোনার ভয়ে না হলেও ভূতের ভয়ে আর রাস্তায় বের হচ্ছেন না কেপুহ গ্রামের বাসিন্দারা।

স্থানীয় ভাষায় গ্রামের রাস্তায় ঘুরে বেড়ানো অতৃপ্ত আত্মাদের বলে পোকং। পূর্ণিমার রাতে বিশেষ করে পোকং ঘুরে বেড়ায় বলে প্রচলিত বিশ্বাস এখানে।এদিকে, ইন্দোনেশিয়ায় এখনও পর্যন্ত ৪,৫৫৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ৩৯৯ জনের। সাবধান না হলে এখানে ১,৪০,০০০ মানুষের মৃত্যু হতে পারে বলে সতর্ক করেছেন দেশটির বিশেষজ্ঞরা।

করোনায় এই মৃত্যু ঠেকাতে নানা পদক্ষেপ নিয়েছে ইন্দোনেশিয়া সরকার। এরইমধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে দেশটির কয়েকটি শহর লকডাউন করা হয়েছে।

 

আরপি/ এমবি



আপনার মূল্যবান মতামত দিন:

Top